সরকারীভাবে সৌদি আরব গমনিচ্ছুক কর্মীদের নিবন্ধন শুরু হয়েছে।
আগ্রহীগণ ৬নং পূর্ব জোড়কানন ইউনিয়ন ডিজিটাল সেন্টারে এসে নিবন্ধন করতে পারবেন।
নিবন্ধন করতে প্রার্থীর যা যা প্রয়োজনঃ
১। ন্যাশনাল আইডি কার্ড/জন্ম নিবন্ধন কার্ড।
২। ২ কপি (চেয়ারম্যান সত্যায়িত) পাসপোর্ট সাইজের ছবি।
৩। পাসপোর্টের ফটোকপি (প্রথম ৫ পৃষ্ঠা)
৪। মহাপরিচালক, জনশক্তি, প্রশিক্ষণ ও কর্মসংস্থান ব্যুরো বরাবর ২০০ টাকার ব্যাংক ড্রাফট
(সোনালী ব্যাংক থেকে)
৫। সঠিক মোবাইল নম্বর
৬। নমিনির নাম ঠিকানা ও মোবাইল নাম্বার
৭। ঘনিষ্ট ও বিশ্বস্থ এমন তিন জন ব্যক্তির নাম-ঠিকানা-ও মোবাইল নাম্বার
৮। দেশে/বিদেশে কাজের অভিজ্ঞতার সনদপত্র (যদি থাকে)
৯। শিক্ষাগত যোগ্যতা ও অভিত্ততার সনদপত্র (যদি থকে)এক সেট ফটোকপিসহ
[জনস্বার্থেঃ ইউনিয়ন ডিজিটাল সেন্টার, ৬নং পূর্ব জোড়কানন ইউনিয়ন পরিষদ, কুমিল্লা সদর দক্ষিন, কুমিল্লা]
প্রয়োজনে : ০১৯১৮৪১৪৩৮৭
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS