কনটেন্টটি শেয়ার করতে ক্লিক করুন
মন্দির বলতে বুঝানো হয় কোন একটি বিশিষ ধর্মের ধর্মীয় বা আধ্যাত্মিক কার্যকলাপ যেমন প্রার্থনা ও বলিদান, বা অনুরূপ অনুষ্ঠানাদির জন্ হিন্দু মন্দির হিন্দু ধর্মাবলম্বীদের উপাসনালয়। হিন্দু মন্দির একটি পৃথক স্থাপনা বা অন্য কোনো স্থাপনার অঙ্গরূপে প্রতিষ্ঠিত হতে পারে। হিন্দু মন্দিরের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল মূর্তির উপস্থিতি। সাধারণত যে দেবতার মন্দির, মন্দিরের কেন্দ্রে সেই দেবতার মূর্তি স্থাপিত হয়। মন্দিরে প্রধান দেবতার পাশাপাশি অন্যান্য দেবতাও পূজিত হতে পারেন। অবশ্য কোনো কোনো মন্দির একাধিক দেবতার উদ্দেশ্যে উৎসর্গিত হয়; আবার কোথাও কোথাও মূর্তির বদলে প্রতীকের পূজা হয়ে থাকে।
জোড়কানন (পূর্ব) ইউনিয়নের কয়একটি মন্দিরের নাম:
শত বছরের কাল পরিক্রমায় ৬নং জোড়কানন (পূর্ব) ইউনিয়নস্থিত কুড়িয়া পাড়া গ্রামে শ্রীশ্রী কালী মন্দির রয়েছে। এই মন্দিরে প্রতি বছর দিনব্যাপী বিভিন্ন পুজা ও অনুষ্ঠান হয়ে থাকে।
যোগাযোগ- কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার শুয়াগাজী বাজার থেকে সিএনজি/ রিক্সা যোগে কুড়িয়া পাড়া চৌমূহনী থেকে কিছুদুর পরই মন্দির। ভাড়ার হার- ১৫ টাকা। (জনপ্রতি সিএনজি যোগে) ভাড়ার হার - ৩৫-৪০ টাকা। (রিক্সা যোগে)
২। লালাবাগ কালী মন্দির।
এটি একটি পরিচিত মন্দির, স্থানীয় হিন্দু ধর্ম অবলম্ভীরা এটা তৈরী করেন। মন্দিরসমূহের মধ্যে এটি অন্যত একটি।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস