Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
৬নং পূর্ব জোড়কানন ইউনিয়ন পরিষদ ভবন
বিস্তারিত


জোড়কানন (পূর্ব)ইউনিয়ন পরিষদে স্বাগতম


জোড়কানন(পূর্ব)ইউনিয়ন পরিষদ কুমিলা জেলার সদর দক্ষিণ উপজেলার একটি ইউনিয়ন পরিষদ।অন্যান্য ইউনিয়ন পরিষদের ন্যায় এই ইউনিয়ন পরিষদটিও কিছু বাধ্যতামূলকগুরুত্বপুর্ণ কার্যক্রম সম্পাদন করে থাকে, যেমনঃ আইন-শৃংখলা রক্ষা করা, উন্নয়নমূলক প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন, পরিবার পরিকল্পনা কার্যক্রমেরপ্রসার, স্থানীয় সম্পদের ব্যবহার, জনগণের সম্পত্তি সংরক্ষণ করা, জন্ম-মৃত্যু নিবন্ধন, সব ধরনের শুমারী পরিচালনা করা ইত্যাদি। এই ওয়েবসাইটেরমাধ্যমে ইউনিয়ন পরিষদ সম্পর্কিত কিছু তথ্য ও কার্যক্রম সম্পর্কে ধারণাপ্রদান, সেবা প্রদানকারী সংস্থাগুলো সম্পর্কে তথ্য এবং এদের মূল ওয়েবসাইটেরলিংক প্রদান এবং বিভিন্ন সেবা যেমনঃ কৃষি, স্বাস্থ্য, ভূমি রেজিস্ট্রেশন, বিভিন্ন সরকারী ফরম ইত্যাদি সম্পর্কিত তথ্য প্রদানের প্রচেষ্টা নেয়া হয়েছে।তাছাড়া ইউনিয়ন পরিষদে ব্যবহৃত হয় এমন কিছু ফরম, আবেদনপত্র ইত্যাদি এইওয়েবসাইটের মাধ্যমে জনগণের কাছে সহজলভ্য করার চেষ্টা করা হয়েছে।এইওয়েবসাইটে ভিজিট করার জন্য সকলকে আমন্ত্রণ ও ধন্যবাদ।

                                  

Welcome to Jorkanon (East) Union Parishad

 

 

Jorkanon (East) Union Parishad (UP) belongs to Sadar South Upazila of Comilla district. Alike other UP it is mandated to carry out 10 (ten) compulsory functions as maintenance of law and order, adoption and implementation of development schemes, promotion of family planning, use of local resources, protection and maintenance of public property, registration of births and deaths, conducting censuses of all kinds etc. for the local peoples. Through this website we are trying to make available some information regarding UP and its activities, information about the service providers and/or links of the same, information on various services such as agriculture, health, land registration, government forms, etc. We also attempt to digitize some of the documents/forms of UP. This website has been developed under an experimental project.